No icon

তনয়া'র সরস্বতী প্রেম

পুজোপ্রেমীদের কাছে সরস্বতী পুজোর উন্মাদনা এক অন্যরকম। বইখাতার আড়ালে প্রেমের আবহও আসে চুপিসারে।

প্রেম দিবসের নির্দিষ্ট দিন থাকলেও সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইনস ডে। শাড়ি বা পঞ্জাবি পরে নিজের পছন্দের মানুষটির সঙ্গে সময় কাটানোর অপেক্ষায় থাকে বাঙালি যুগলেরা। বাদ যাননা সেলিব্রেটিরাও। 

শুধু তাই নয় বারংবার কবির লেখনীতেও ধরা দেয় প্রেম। তাই কবি দিলীপ কুমার নন্দী লিখেছেন-----

"পুজো বলে বলবো কি ভাই, 
সেই যে দিনগুলো ।
মা আসছেন ভেবেই ,
মোদের সাজার তাড়াহুড়ো ।
পড়বো শাড়ি সাজবো আমি 
কি যে অপরূপ ।
সেই ছেলেটি বাসবে ভালো ,
ধরবে আমার চিবুক ।
প্রেম বলেতো মায়ের পুজো
ছিলো প্রেমের দিন ।
সবাই মিলে বাসবো ভালো
চাইবো সুখের দিন ।
বসন্তের পলাশ যেমন
রাঙিয়ে চারিদিক ।
অঞ্জলিটা দিয়েই দেখি
কে যেনো ডাকলো আমায় ঠিক
সুন্দরীদের মুখটা তেমন
ছড়িয়ে দিক বিদিক ।
লুকিয়ে চুরিয়ে ছেলেরা সব
খুঁজছে চারিদিক ।"

 

আজ সরস্বতী পুজো বা বলা ভালো প্রেমপুজোয়, প্রেমের খোঁজে আমরা পেয়েছি  অভিনেত্রী তনয়া নন্দী'কে। জেনে নেওয়া যাক তার কাছে সরস্বতী পুজোর  কি বিশেষত্ব ? জানতে হলে অবশ্যই চোখ রাখুন উপরের ভিডিওটিতে....

Comment