No icon

RAGA

'মিলনে বিরহে' মন মাতানো পুজোর গানে কুমার শানু ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়

​​​​​

দুর্গাপুজো মানেই নতুন জামাজুতো, খাওয়া দাওয়া,আড্ডা আর... ! আর অবশ্যই মন মাতানো পুজোর গান। সেই ভাবনাকে মাথায় রেখে গত সোমবার কলকাতায় অবস্থিত 'স্টুডিও ওয়ার্ল্ড'-এ রাগা মিউজিক এবং সিম্ফোনির যৌথ উদ্যোগে হয়ে গেল মিউজিক সিডি লঞ্চ। এই মিউজিক সিডির নাম 'মিলনে বিরহে'। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি সংগীত শিল্পী কুমার শানু, প্রখ্যাত সংগীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গীতিকার দেবনাথ রায়, রাগা মিউজিক এবং সিম্ফোনির কর্ণধার শ্রী প্রেম কুমার গুপ্তা সহ অন্যান্যরা।
মিলন ও বিরহের ভাবনায় প্রতিফলিত হয়েছে এই সংকলন। গানের কথা লিখেছেন দেবনাথ রায়।এই অনন্য মিউজিক সিডিতে রয়েছে মোট ৬টি গান। যার মধ্যে 'রিম ঝিম বৃষ্টি', 'এসেছো তুমি', 'এসেছি আমি' নামক গানগুলি পরিবেশিত হয়েছে কুমার শানু-র কণ্ঠে। এছাড়া শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পরিবেশিত হয়েছে 'সুরের আশরে', 'পারবে কি আজ','কেন তুমি' নামক গানগুলি ।
আপনাদের জানিয়েরাখি, সংগীতে মেতে থাকতে মাত্র ৯৯টাকায় পাওয়া যাচ্ছে মিউজিক সিডি 'মিলনে বিরহে'।

Comment