24x7 Taaza Samachar
ঐতিহ্যে ঘেরা সাদা মার্বেলের মোহময়ী ভিক্টোরিয়া
Wednesday, 13 Jan 2021 07:22 am
24x7 Taaza Samachar

24x7 Taaza Samachar

কলকাতা, যা পরিচিত 'সিটি অফ জয়' নামে। আর হবে নাই বা কেন! এই আনন্দ নগরীর পরদে পরদে যে রয়েছে ইতিহাসের হাতছানি। আর তার জেরেই কল্লোলিনী তিলোত্তমার টানে ছুটে আসে কত দেশ বিদেশের নানান ভ্রমণপিপাসু পর্যটক। প্রানের শহর কলকাতার এমনই সৌন্দর্য্য, যার অন্দরজুড়ে আছে ঐতিহ্যের গন্ধ। আর সেই ঐতিহ্যের সংসারে এক অন্যতম ভিক্টোরিয়া মেমোরিয়াল।

বলা ভালো 'কলকাতার হৃদয়'। সাদা মার্বেলের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। স্যর উইলিয়ম এমারসনের নকশায় বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ৫৪ একর জমির উপর তৈরি এই সাদা মার্বেলের সৌধটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় পনেরো বছর। ভিক্টোরিয়ায় যেমন রয়েছে সুবিশাল প্রদর্শনীশালা তেমনি আছে মনোরম উদ্যান। শুধুমাত্র প্রেমিক যুগল নয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রেমে পড়েনি এমন মানুষ নেই বললেই চলে।

ব্রিটিশ এই স্থাপত্য সকলের কাছে আজও এক বিস্ময়কর। কেন ! তাহলে তো দেখতেই হবে ভিক্টোরিয়ার অন্দরমহল।

চলুন, দেখে নেওয়া যাক ভিক্টোরিয়া মেমোরিয়ালের  অন্তরে......