No icon

SCIENCE CENTRE

চলো যাই সাইন্স সিটি!

শীতের মরশুম আসা মানেই গায়ে  মিঠে রোদ মেখে ঘুরতে বেরিয়ে পড়া। শুধু শীতেই কেন ! বলা ভালো ভ্রমণপ্রেমীদের কাছে প্রতি মরশুম বেড়ানোর মরশুম। কেউ বা ভালোবাসেন দূর-দুরান্তে পাড়ি দিতে আবার কারোর পছন্দ বিনোদন পার্কের অলিগলি। তেমনি তিলোত্তমা কলকাতার অন্যতম দর্শনীয় স্থান সাইন্স সিটি। সায়েন্স সিটি, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ও জে বি এস হ্যালডেন অ্যাভেনিউ-এর সংযোগস্থলে ৫০ একর জমির উপর অবস্থিত এটি। আমাদের দৈনন্দিন জীবনে অতপ্রোত ভাবে জড়িত বিজ্ঞান। আর সাইন্স সিটি হল পুঁথিগত বিজ্ঞানের খুঁটিনাটি নিজের চোখে পরখ করার সুযোগ। তাই শুধু কলকাতাবাসী নয় বরঞ্চ বিভিন্ন প্রান্তের আট থেকে আশি, সাইন্সসিটিতে মজে সব্বাই। কিন্তু অতিমারী করোনা ভাইরাসের আবহে ও লকডাউনের জেরে কার্যত দীর্ঘদিন দর্শকশূন্য হয়ে পড়ে কলকাতার এই বিজ্ঞানকেন্দ্র। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দের গতিপথে আমরা। একইসঙ্গে এই নিউ নর্মালে ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিকো পার্ক, ইকো পার্ক, ভারতীয় জাদুঘরের মত অন্যান্য দর্শনীয় স্থানের পাশাপাশি ফের সকলের জন্য উন্মুক্ত সাইন্স সিটি। আবারো দর্শকের মুখে ফুটছে হাসি, হাসছে সাইন্স সিটিও।


 চলুন, এবার ঘুরে আসা যাক কলকাতার এই বিজ্ঞান শহরে......

তাহলে আর অপেক্ষা কিসের !
এই নতুন বছরে আপনার পছন্দের বেড়ানোর ডেস্টিনেশান হয়ে যাক  সাইন্স সিটি।

Courtesy:Google News Initiatives Journalism Emergency Relief Fund(JERF)

Comment