
৭৪তম জন্মদিনের শুভেচ্ছা
'মাদার অব হিউম্যানিটি' অহনা নাসরিন
-অহনা নাসরিন
জন্মদিনে শুভেচ্ছা আমার।
ভালোবাসা ছাড়া সব কিছু তুচ্ছ যাঁর
তিনিই সবার 'ক্যারিশম্যাটিক লিডার'
আমাদের বঙ্গ তনয়া শেখ হাসিনা।
তুমি যে মহিয়সী,
তোমায় নতুন করে কি দেব উপাধি
তুমি যে- 'মাদার অব হিউম্যানিটি'।
মানবের তরে শতসহস্র পুরষ্কার
উৎসর্গ করে-
প্রাচ্যের বুকে আজ তুমি মহান নারী
তুমি যে- 'মাদার অব হিউম্যানিটি'।
কি করনি তুমি?
অনাথ কন্যার জননী, ধর্ষিতার মুখে হাসি
আর তৃতীয় লিঙ্গকে মনুষ্যস্বীকৃতি
সবি তোমার হিউম্যানিটি।
তুমি যে-'মাদার অব হিউম্যানিটি'।
'বিশ্ব মানবতার আলোকবর্তিকা'
তুমি যে 'প্রাচ্যের নতুন তারকা'
তুমি যে 'জোয়ান অব আর্ক'
তুমি যে 'লেডি অব ঢাকা'
তুমি যে বঙ্গবন্ধুর আদুরে বড় কন্যা
মানুষের নয়নে
আউল-বাউলের সবুজ-উদ্যানে মিশে আছো
ফুল-পাখি আর মানুষের কলতানে।
তুমি যে 'নারী অধিকারের স্তম্ভ'
তুমি যে ষোল কোনটি মানুষের স্বপ্ন।
মানবের বিবেক তুমি,
কে বলে আজ মানুষ কাঁদে,কাঁদে মানবতা?
চেয়ে দেখো, কার আশ্রয়ে দশলাাখ রোহিঙ্গা?
কি করে যে দূর হলো মঙ্গা?
কার নেতৃত্বে পেল সে সমুদ্রের হিস্যা?
কে দিয়েছে পীড়িতকে ঠাঁই? কে দিল ঔষধ?
কে দিয়েছে পথ্য? লক্ষ্য কন্ঠে উচ্চারিত
একটিই শব্দ, একটাই উক্তি.....
'মাদার অব হিউম্যানিটি'
'মাদার অব হিউম্যানিটি'
'মাদার অব হিউম্যানিটি'।।।।
Comment