No icon

লকডাউনে ভক্তদের হতাশা কাটাতে মগ্ন দিশা

মারণ করোনা ভাইরাসের দাপটে ত্রস্ত বিশ্ব। কোভিড১৯-এর থাবায় ভারতে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও।গৃহবন্দি সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি মহল।বন্ধ সিনেমাহল। লকডাউনের জেরে আপাতত স্থগিত সিনেমা,সিরিয়ালের শ্যুটিং-এর কাজ। ইতিমধ্যে বলিউড কিংবা টলিউডে পিছিয়েছে ছবির রিলিজ। আগামী ৩রা মে পর্যন্ত বেড়েছে লকডাউনের সময়সীমা। এই করোনা সঙ্কটে বাড়িতে থাকাটাই নিরাপদ উপায় সেই সচেতনতার নির্দেশিকা জারি বিশ্বের সর্বত্র প্রান্তে। এদেশেও সচেতনতার বার্তায় অন্যথা হয়নি।

প্রশাসনের সর্তকতা হোক কিংবা তারকামহল এই পরিস্থিতিতে লড়াইয়ে একজোট প্রত্যেকে। তাই কখনো জনগনের উদ্দেশ্যে নানান সামাজিক সচেতনতামূলক ভিডিও পোস্ট করতে দেখা যায় তারকাদের আবার কখনো লকডাউনের একঘেয়েমি কাটাতে রান্না, নাচ, ছবি আঁকা, কিংবা গানের মত বিভিন্ন বিনোদনমূলক পন্থার মাধ্যমে ভক্তদের মনোবল বাড়াতে ব্যস্ত তাঁরা।আর সেই উদ্যোগে শামিল বলিউডের অন্যতম হটেস্ট ডিভা দিশা পাটানি।

সম্প্রতি মার্কিন পপ সেনসেশন বিয়ন্সের গানে ড্যান্স মুভস করতে দেখা গেল তাঁকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনি এক পারফরমেন্স ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, এই লকডাউন পিরিয়ডে আমাদের হতাশার পরিবর্তে দরকার মনোবল বাড়ানো। তাই এই ভিডিওর মাধ্যমে ভক্তদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি। ইতিমধ্যে নেটিজেনদের বেশ নজর কেড়েছে দিশার এই ভিডিও। 

২০২০-র ফেব্রুয়ারিতে মোহিত সুরির অ্যাকশন থ্রিলার 'মালাঙ্গ' ছবিতে বিকিনিতে ভক্তদের মনে রীতিমত উষ্ণতা ছড়িয়েছেন দিশা পাটানি। 'বাঘি-২’ তেও টাইগার শ্রফের সাথে দিশার কেমেস্ট্রি মুগ্ধ করেছে দর্শককে। এবার লকডাউনের সময় ভক্তদের হতাশা কটানোর প্রয়াসে মগ্ন দিশা পাটানি।

 

Comment